দাজ্জাল দেখতে কেমন হবে?

দাজ্জাল হবে লালচে বর্ণের খাটো এক যুবক।
তার চুল হবে কোঁকড়ানো ও ঘন। কপাল থাকবে প্রশস্ত।

আর বুকের উপরের দিকটাও হবে প্রশস্ত। ডান চোখ থাকবে মানসূহ (অন্ধ বা ত্রুটিযুক্ত)। এ-চোখটি লক্ষণীয় উজ্জ্বল বা ডুবে থাকবে না বরং সেটি ভাসমান আঙুরের মতো দেখাবে। চোখের প্রান্তে বেড়ে ওঠা ঘন মাংস টুকরার কারণে তার বাম চোখ বেঁকে যাবে।

তার দু-চোখের মাঝে পৃথকভাবে ‘কাফ-ফা-র’ অথবা যুক্তাক্ষরে ‘কাফির’ লেখা থাকবে যা প্রত্যেক মুসলিম পড়তে পারবে। হোক সে শিক্ষিত কিংবা নিরক্ষর।

তার আরও একটি বৈশিষ্ট্য হলো, সে হবে বন্ধ্য। তার কোনো সন্তান জন্মগ্রহণ করবে না।

নাম : দাজ্জাল
লেখক: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদক: মোঃ ইয়াকুব আলী
প্রকাশনী: : পেনফিল্ড পাবলিকেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *