নবীজীর প্রতি ভালোবাসা

নবীজীর প্রতি ভালোবাসা

উহুদের যুদ্ধে শুরুর দিকে মুসলিমদের জয়ের পাল্লা ভারি ছিল।
কিন্তু একপর্যায়ে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়।

এই সুযোগে কাফেররা নবীজীকে হত্যা করার অপচেষ্টায় লিপ্ত হয়। কিন্তু কতিপয় সাহাবী জীবন বাজি রেখে নবীজীর সামনে সুদৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কাফেরদের আক্রমণ প্রতিহত করেন। এতে তাদের কেউ নিহত কেউ আহত হন।

ওই বীর-সাহসী সাহাবীদের অন্যতম আবু তালহা রা.। তিনি সুদক্ষ তীরন্দাজ ছিলেন। কাফেররা যখন নবীজীকে লক্ষ করে তীর নিক্ষেপ শুরু করে তখন তিনি ঢাল হাতে নিয়ে নবীজীর সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন। নবীজী উঁকি দিয়ে কাফেরদের অবস্থা দেখতে চাইলে তিনি বলতেন

يَا نَبِيَّ اللهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، لاَ تُشْرِفْ يُصِيبُكَ سَهْمٌ مِنْ سِهَامِ القَوْمِ، نَحْرِي دُونَ نَحْرِكَ.

হে আল্লাহর নবী! আমার মা-বাবা আপনার ওপর কুরবান হোক। আপনি উঁকি দেবেন না। পাছে আপনার গায়ে কোনো তীর এসে লাগে। আমার বুক আপনার জন্য উৎসর্গিত। সহীহ বুখারী, হাদীস ৩৮১১

এটা সত্যিকারের ভালবাসার প্রকাশ। নিজে আহত হবেন, নিহত হবেন; কিন্তু প্রেমাষ্পদ যেন নিরাপদ থাকেন। নবীজীকে লক্ষ করে কাফেরদের নিক্ষিপ্ত তীরে সাহাবী নিজে আহত হয়েছেন। নবীজীর গায়ে লাগতে দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *