আল্লাহর রাস্তায় কিছুক্ষণের জন্য আমার পা ধুলোমিশ্রিত হলে আমার এমন কী হবে?

সায়্যিদুনা আবু বকর রাযি. খলিফা হওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতকৃত সেনাবাহিনীকেই তিনি জিহাদে প্রেরণ করলেন।
সেনাপ্রধান হিসেবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছিলেন, সায়্যিদুনা উসামা ইবনু যায়েদ রাযি.কে।
অনেকের আপত্তি সত্ত্বেও সায়্যিদুনা আবু বকর রাযি. তাকেই সেনাপ্রধান বহাল রাখলেন। তিনি ছিলেন একজন অল্পবয়স্ক নতুন সিপাহসালার। নবিজির নিযুক্ত তুলনামূলক অনভিজ্ঞ তরুণ এই সিপাহসালারের পেছনে সারিবদ্ধ বাঘা বাঘা পালোয়ান, প্রথম সারির সাহাবায়ে কেরাম। এটাই ইসলাম। এটাই আনুগত্য। রাসুলের আনুগত্য। খলিফার আনুগত্য।
সাদা-কালো ডোরাকাটা ঘোড়ার উপর উপবিষ্ট তরুণ সিপাহসালার। যেন এক টগবগে সিংহশাবক। আল্লাহ ও তাঁর রাসুলের মহব্বতে টুইটম্বুর দেহ- মন। শিরা-উপশিরায় উদ্বেলিত ইমানের উত্তাল তরঙ্গ।
খলিফাতুল মুসলিমিন সায়্যিদুনা আবু বকর রাযি. দৌড়ে এলেন সৈনিকদের খোঁজ-খবর নিতে। প্রত্যেক সৈনিকের কাছে গিয়ে গিয়ে দেখা করলেন। খোঁজ-খবর নিলেন। সবশেষে এলেন সেনাপতির নিকট। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যেই তিনি পায়ে হেঁটে চলেছেন।
খলিফাতুর রাসুলের এই অবস্থা দেখে সেনাপতি উসামা ইবনু যায়েদ রাযি. চমকে উঠলেন। তিনি বললেন, মেহেরবানী করে আপনি বাহনে আরোহণ করুন, না হয় আমি বাহন থেকে অবতরণ করি ।
সায়্যিদুনা আবু বকর রাযি. বললেন,
সাবধান! তুমি বাহন থেকে নামবে না, আমিও সাওয়ার হবো না। আল্লাহর রাস্তায় কিছুক্ষণের জন্য আমার পা ধুলোমিশ্রিত হলে আমার এমন কী হবে? তুমি বসো।
-. আল বিদায়া ওয়ান নিহায়া ১০৩-১০৫/৬
বই :খলিফার আদালতে একদিন
লেখক: ছানা উল্লাহ সিরাজী
Leave a Reply