তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ।

জাবির ১৭ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর পিতা আবদুল্লাহ ইবনে হারাম উহুদ যুদ্ধে শাহাদাতবরণ করেন। পিতার অনুপস্থিতিতে বেশ সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। হাদিসে জাবির -এর বিয়ের উল্লেখ রয়েছে।
জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন—তিনি এক অভিযানে রাসূলুল্লাহ -এর সাথে ছিলেন। কাফেলা মদিনা শহরের উপকণ্ঠে এসে পৌঁছলে তিনি বেশ দ্রুত বেগে চলা শুরু করেন।
রাসূলুল্লাহ এই তাড়াহুড়োর কারণ জানতে চাইলে তিনি বলেন— ‘আমি কিছুদিন হলো বিয়ে করেছি।’
নবিজি বললেন—’বিধবা নাকি কুমারী?’
জবাবে জাবির বলেন— ‘বিধবা’।
তখন নবিজি বললেন—’কুমারী মেয়েকে বিয়ে করলে না কেন? তাহলে তার সাথে খুনশুটি করতে পারতে, সেও তোমার সাথে করত। তুমি তাকে হাসাতে, সেও তোমাকে হাসাত।’
জাবির বলেন—“হে আল্লাহর রাসূল! আমার আব্বা উহুদ যুদ্ধে শহিদ হয়েছেন। তিনি কয়েকজন কন্যা সন্তান রেখে গেছেন। এ অবস্থায় আমি চাইনি, আমার বোনদের বয়সি কোনো মেয়েকে বিয়ে করতে; বরং বয়স্ক মহিলাকে বিয়ে করেছি যাতে সে তাদের আদর-যত্ন ও দেখভাল করতে পারে।’
নবিজি বললেন— ‘তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ।’
Leave a Reply