ডিপ্রেশন

মানুষগুলো আজ চরম হতাশায় ভুগছে। ডিপ্রেশন তাদের কুরে কুরে খাচ্ছে।
এই যে এত দুশ্চিন্তা করে তাদের কিন্তু ক্লান্তি আসে না।

যদি মেনে নিত ধর্মের অনুশাসন, তবে হতো না এতটা হতাশাগ্রস্ত; কারণ, মুমিন কখনো হতাশ হয় না। মুমিন প্রতিটি বিষয়ে তাকদির হিসেবে মেনে নেয়। ভরসা করে রবের ওপর। বাঁচে আজকের জন্য। তাই তাদের হতাশা ছুঁতে পারে না। তারা প্রতিটি বিষয় সঁপে দেয় রবের আশ্রয়ে।

আর কত? চলুন হতাশা তাড়াই। আর কত রাত কাটবে নির্ঘুম? আজ নাহয় প্রার্থনা শেষে জিকির করতে করতে ঘুমানোর চেষ্টা করি?

আপনি বাঁচতে চান না। ভাবছেন মরে যাবেন। মরে গেলেই কি হতাশা থেকে মুক্তি পাওয়া যায়? কী অদ্ভুত বোকা আমরা! মানুষ চাইলেই কি মরতে পারে? মানুষের জন্ম-মৃত্যু নির্ধারিত রবের হাতে। কেউ চাইলেই মরতে পারে না।

আর যদি সুইসাইডে আপনি সফল হয়েই যান; তবে পুড়বেন অনন্তকাল জাহান্নামে। তাহলে এ কাজ দুঃখের নদী পার হতে গিয়ে ব্যথার সমুদ্রে ঝাঁপ দেওয়া হয়ে গেল না?

যদি মেনে নিতেন সবকিছু, সন্তুষ্ট হতেন রবের ফয়সালায়; তবে ভর হতো। না ডিপ্রেশন রোগ। কষ্ট দিত না না-পাওয়া অসুখ।

চলুন রবের হাতে সবকিছু সঁপে দিয়ে আজই শুরু করি—ডিপ্রেশন থেকে বাঁচার লড়াই।

বই: ডিপ্রেশন
লেখক: আদিব সালেহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *