ইলম অর্জন

রাসুলুল্লাহ বলেন : “ইলম অর্জন করা প্রতিটি মুসলিম নর-নারীর উপর ফরজ।”
উল্লিখিত হাদীসের ব্যাখ্যায় মুহাদ্দিস ও ফকিহগণ বলেন প্রতিটি মুসলিমের উপর শরিয়তের প্রয়োজনীয় বিধান বিশেষ করে – তাওহীদ, সালাত, রোজা, হজ্জ, যাকাত এবং পারস্পারিক চলাফেরা, লেনদেন সম্পর্কাদি বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করা ফরজ এমনকি নফল মুস্তাহাব – যে আমল করার ইচ্ছা পোষণ করবে, তা সম্পর্কে জানা ফরজ।
আর শরিয়তের সব বিষয় সম্পর্কে ইলম অর্জন করা ফরজে কেফায়া অর্থাৎ সমাজ, গ্রাম বা মহল্লার থেকে একজন যদি সেই ব্যাপক ইলম অর্জন করে, তাহলে অন্যরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি কেউ অর্জন না করে, তাহলে সবাই গুনাহগার হবে। উল্লিখিত সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটা জানা গেল, তা হলো প্রতিটি আমলের পূর্বে ইলম অর্জন বা সেই আমল সম্পর্কে জ্ঞানার্জন করা অত্যাবশ্যক।
নাম :মানব জীবনের পূর্ণাঙ্গ আমল
লেখক: আব্দুল মালেক আহমাদ মাদানী
Leave a Reply