যু-আশ-শাহাদাতাইন

একবার রাসূল সা. এক আরব বেদুইনের থেকে একটি ঘোড়া ক্রয় করেন। ক্রয়-বিক্রয়ের সময় সেখানে আর কেউ উপস্থিত ছিল না।
এ কারণে বিষয়টি কারও জানা ছিল না।

রাসূল সা. দরদাম ও কথা পাকাপাকি করে মূল্য পরিশোধ করার জন্য লোকটিকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে চলছেন।

পথিমধ্যে অন্য এক খরিদদার ঘোড়াটির মূল্য বেশি বলায় ঘোড়ার মালিক রাসূল সা.-কে বলে—’ঘোড়া নিতে চান তো এই দামে এখনই নিয়ে নিন, নইলে আমি এই লোকের কাছে বিক্রি করে দেবো। কথাটি সে এমনভাবে বলল, যেন রাসূলুল্লাহ সা.-এর সাথে তার বেচাকেনা হয়নি। বিস্মিত কণ্ঠে রাসূল সা. বললেন- ‘ঘোড়াটি তো আগেই আমার কাছে বিক্রি করে ফেলেছ।’ লোকটি বলল- ‘না, আমি বিক্রি করিনি। যদি আপনার কথা সত্য হয়, তাহলে সাক্ষী হাজির করুন।’

দুজনের কথার মাঝখানে মুসলিম জনতার ভিড় জমে গেল। তাঁরা সবাই এক বাক্যে বলল, রাসূল সা. সত্য বলছেন। কিন্তু লোকটির একই কথা, সাক্ষী হাজির করুন। এমন সময় খুযাইমা রা. সেখানে উপস্থিত হলেন।
সবকিছু শুনে তিনি বললেন—’আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি রাসূলুল্লাহ সা.-এর নিকট ঘোড়াটি বিক্রি করেছ।’ তাঁর এমন সাক্ষ্যদানে খোদ রাসূল সা. বিস্মিত হলেন। রাসূল সা. প্রশ্ন করলেন—

‘তুমি কীসের ভিত্তিতে এমন সাক্ষ্য দিলে? তুমি তো সেখানে উপস্থিত ছিলে না?’

খুযাইমা উত্তর দিলেন— ‘ইয়া রাসূলাল্লাহ! আপনি যা কিছু নিয়ে এসেছেন, আমি তা সবই সত্য বলে জেনেছি। আর এ কথাও জেনেছি, আপনি সত্য ছাড়া কিছুই বলেন না। তাহলে এখন আপনি যা বলছেন, তা আমি কেমন করে অবিশ্বাস করব?’

রাসূল সা. তখনই খুযাইমা রা.-এর একার সাক্ষ্যকে দুজনের সাক্ষ্যের সমান বলে ঘোষণা দেন। আর সেদিন থেকেই খুযাইমা রা.-এর লকব বা উপাধি হয় ‘যু-আশ-শাহাদাতাইন’ বা দু-সাক্ষ্যের অধিকারী ব্যক্তি।

-তাবাকাত, ৪/৩৭৮-৩৭৯; আল ইসাবা, ১/৪২৫

বই: আসহাবে রাসূলের জীবন আলো
লেখক: ড. মুহাম্মদ আবদুল মাবুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *