ঈমানের স্বাদ

ঈমানের স্বাদ

উম্মু শুরাইক নামের এক নারী ঈমান আনলেন।

এই খবর জানার পর তাঁর আত্মীয়স্বজনরা তাঁকে ধরে নিয়ে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে দিলো। তিনি যখন খরতাপে জ্বলছেন, এ অবস্থায় খাবারের সময় হলে তাঁকে রুটির সাথে মধুর মতো গরম জিনিস খেতে দিত। কিন্তু পানি পান করতে দিত না।

এ অবস্থায় তিন দিন কেটে গেল। তিন দিন পর জালিমরা উম্মু শুরাইককে বলল- তুমি যে দ্বীনের ওপর আছ, সে দ্বীন ত্যাগ করো।’ অত্যাচার ও নির্যাতনে উম্মু শুরাইক রা. এমনই বোধশক্তি হারিয়ে ফেলেছিলেন যে, তাদের কথার অর্থ বুঝতে পারলেন না।

যখন তারা আকাশের দিকে আঙুল দিয়ে ইশারা করে বোঝাল যে, তুমি তাওহিদ ও আল্লাহর একত্বকে অস্বীকার করো, তখন তাঁর মুখ থেকে উচ্চারিত হলো- ‘আল্লাহর কসম! আমি তো এখনও সেই বিশ্বাসের ওপরই অটল আছি।

ইবনে সাদ, তাবাকাত, ৮/২২৮

আহ তাঁদের ঈমান আর আমাদের ঈমান! আল্লাহ আমাদেরকে ভালো মু’মিন হওয়ার তাওফিক দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *