দাম্পত্য শিক্ষা

দাম্পত্য শিক্ষা

প্রিয় ভাই ও বোন!

অনেকে মনে করে, দাম্পত্যজীবনে প্রেম-ভালোবাসার বিষয়গুলোরও শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনই আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ।

তাঁর রেখে যাওয়া জীবনব্যবস্থা সর্বকালের সকল মানুষের জন্য অনুসরণীয়। তিনি তাঁর স্ত্রী আয়েশা রা.-এর সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেন। হাদিসের গ্রন্থগুলোতে এর বর্ণনা রয়েছে।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন পারসিক প্রতিবেশী ছিল। সে খুব ভালো সুপ-জাতীয় খাবার রান্না করতে পারত। একদিন সে সুপ রান্না করে নবীজির কাছে এলো নবীজিকে দাওয়াত দিতে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, সে (আয়েশা) কি আমার সঙ্গে যাবে? লোকটি বলল, না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলে আমিও যাব না।
লোকটি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাওয়াত দিলো। নবীজি আবারও বললেন, সে (আয়েশা) কি আমার সঙ্গে যাবে?
লোকটি বলল, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলে আমিও যাব না।
সে আবার নবীজিকে দাওয়াত দিলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবারও বললেন, সে (আয়েশা) কি আমার সঙ্গে যাবে? তৃতীয়বারে সে বলল, জি, সেও যাবে।
তখন তারা দুজন (নবীজি ও আয়েশা) একসঙ্গে লোকটির বাড়িতে এলেন।
-সহিহ মুসলিম, ২০৩१

পারসিক লোকটি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে তার বাড়িতে দাওয়াত করল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শর্ত দিলেন, তাঁর সঙ্গে তাঁর স্ত্রীকেও দাওয়াত দিতে হবে। দেখুন, কেমন ভালোবাসা ছিল তাদের দুজনের মধ্যে! এটাই হলো স্বামী-স্ত্রী একজন অপরজনকে পূর্ণ মূল্যায়নের উদাহরণ।

প্রিয় ভাই ও বোন! বিবাহিত জীবন কেবল দায়দায়িত্ব পালনের নাম না। শুধু দায়দায়িত্বের ওপর যে জীবনের ভিত্তি, সে জীবন নির্জীব, নিষ্প্রাণ । দাম্পত্যজীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন,

আর পরস্পরের মহানুভবতাপূর্ণ আচরণ ভুলে যেয়ো না ।
[সুরা বাকারা, ২৩৭]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *