জান্নাতি নারীর তিন নিদর্শন

হাদিস শরিফে এসেছে হজরত আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন—
الا أُخْبِرُكُمْ بِنِسَاءِ كُمْ فِي الْجَنَّةِ قُلْنَا بَلَى يَا رَسُولَ اللَّهِ اللهُ قَالَ كُلُّ وَدُودٍ وَلُوْدٍ إِذَا غَضِبَتْ أَو سِييَ إِلَيْهَا أو غَضِبَ زَوْجُهَا قَالَتْ هَذِهِ يَدِي فِي يَدِكَ لَا الْتَحِلُ بَعْمُضٍ حَتَّى تَرْضَى.
আমি কি তোমাদেরকে জান্নাতি রমণীদের গুণাবলি বলে দেবো না?
সাহাবায়ে কিরাম রাদি. বললেন, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ! বলুন।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যে স্ত্রী স্বামীকে অত্যধিক ভালোবাসে, অধিক সন্তান প্রসবকারিণী, নিজে স্বামীর প্রতি অসন্তুষ্ট হলে বা স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করলে, বা স্বামী তার প্রতি অসন্তুষ্ট হলে যে স্বামীর হাতে হাত রেখে বলে—এই যে, আমি আপনার হাতে রাখলাম আমার হাত। আপনি যতক্ষণ না আমার প্রতি সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *