সন্তানের প্রতি বদদোয়া

সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, অনুরূপভাবে সন্তানের জন্য বদ- দোয়া করলে সেটিও কবুল হয়। সুতরাং একজন আদর্শ বাবা-মায়ের এটি উচিত নয় যে—তাঁরা নিজ সন্তানের জন্য বদদোয়া করবেন।
বদদোয়ার ব্যাপারে হাদিসে এসেছে—
আবু হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
এক মহিলা তাঁর ছেলেকে ডাকল। তখন তাঁর ছেলে গীর্জায় ছিল। বলল, হে জুরায়জ! ছেলে মনে মনে বলল, হে আল্লাহ! (এক দিকে) আমার মা (-এর ডাক) আর (অন্য দিকে) আমার সালাত! মা আবার ডাকলেন, হে জুরাইজ! ছেলে বলল, হে আল্লাহ, আমার মা আর আমার সালাত! মা আবার ডাকলেন, হে জুরায়জ! ছেলে বলল, হে আল্লাহ! আমার মা ও আমার সালাত ! মা বললেন, হে আল্লাহ, পতিতাদের সামনে দেখা না যাওয়া পর্যন্ত যেন জুরায়জের মৃত্যু না হয়।
এক রাখালিনী যে বকরি চরাত, সে জুরায়জের গীর্জায় আসা যাওয়া করত।
সে একটি সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞেস করা হলো, এই সন্তান কার ঔরসজাত? সে জবাব দিলো, জুরায়জের ঔরসের।
জুরায়জ তার গীর্জা থেকে নেমে এসে জিজ্ঞেস করল, কোথায় সে মেয়েটি, যে বলেছে তার সন্তান আমার? (সন্তান-সহ মেয়েটিকে উপস্থিত করা হলে) জুরায়জ বলল, হে বাবুস, তোমার পিতা কে? সে বলল, বকরির অমুক রাখাল।
সুতরাং একজন আদর্শ বাবা-মায়ের এটি উচিত নয় যে—তাঁরা নিজ সন্তানের জন্য বদদোয়া করবেন।
-সহিহ বুখারি, হাদিস : ১২০৬ ১২।
বই: নারীর জান্নাত-জাহান্নাম
লেখক: আব্দুর রহমান আল আনসারী
Leave a Reply