একজন সিদ্দিকে আকবার রা.

ইসলাম গ্রহণের সময় আবু বকর -এর কাছে ৪০ হাজার দিরহাম ছিল।
এগুলো দিয়ে তিনি গোলাম আজাদ করতেন এবং এর মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করতেন।

এভাবে খরচ করার ফলে একটা সময় যখন তিনি হিজরত করে মদিনায় এলেন, তখন তাঁর কাছে বাকি ছিল মাত্র ৫ হাজার দিরহাম। তারপরও তিনি মদিনায় এসে তা-ই করতেন যা মক্কায় করেছিলেন।

আবু বকর যাদেরকে আজাদ করেছিলেন, তাদের সাতজনকে কাফিররা আল্লাহর ইবাদত করার কারণে কষ্ট দিত। তাদের মধ্যে ছিলেন সাহাবি বিলাল ও আমের ইবনে ফুহাইরা ।

নবিজি বলতেন, আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে, অন্য কারও সম্পদ আমার এত উপকারে আসেনি।’ শুনে আবু বকর কেঁদে ফেললেন। বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আমি ও আমার ধনসম্পদ তো আপনার জন্যই।

তার এ কথার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ‘তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের আগে ব্যয় করেছে এবং জিহাদে শরিক হয়েছে, সে তোমাদের সমপর্যায়ের নয়। এমন লোকদের মর্যাদা তাদের চেয়েও বেশি, যারা পরে ব্যয় করেছে এবং জিহাদ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *