সুরা হুজুরাত থেকে দশ শিক্ষা

১। কুরআন-সুন্নাহ বিপরীত কথা না বলা। নিজ মতকে কুরআন-সুন্নাহর আগে স্থান না দেওয়া।
২। কোন পাপাচারী ব্যক্তির আনা খবরের সত্যতা যাচাই ও পরীক্ষা ছাড়া গ্রহণ করা উচিত নয়।তা করলে অজ্ঞতাবশত কোন সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হতে পারে।
৩। মুমিনদের দুই দল দ্বন্ধে লিপ্ত হলে তার মিমাংসা করে দেওয়া, কারণ মুমিনরা পরস্পর ভাই ভাই।
৪। মুমিনদের মধ্যে বিবাদ মিমাংসায় ন্যায় বিচার করা।
৫। মানুষকে লাঞ্ছিত, অপমানিত করা, ঠাট্টা উপহাস করা নিষেধ।
৬। একে অপরের দোষ অন্বেষণ করা যাবে না ।
৭। একে অপরকে মন্দ নামে ডাকা নিষেধ।
৮। কুধারণা পোষণ করা যাবেনা। মুসলিম ভাই সম্পর্কে সুধারণা রাখতে হবে।
৯। মুসলিমদের গোপন বিষয় সন্ধান অর্থাৎ গোয়েন্দাগিরী না করা।
১০। একে অপরের পশ্চাতে নিন্দা তথা গীবত না করা যা মৃত ভাইয়ের মাংশ খাবার সমতুল্য।
Leave a Reply