সুন্নত আঁকড়ে না থাকার ভয়াবহতা

আবু মুসা আশআরি রা. নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন,
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
আমার উপমা এবং আমাকে যে দ্বীন দিয়ে পাঠানো হয়েছে তার উপমা হলো ওই ব্যক্তির মতো, যে কোনো সম্প্রদায়ের কাছে এসে বলে, ‘হে আমার সম্প্রদায়! আমি আমার নিজের চোখে শত্রুদের একটি বিরাট বাহিনী দেখেছি, আর আমি হলাম এক প্রকাশ্য সতর্ককারী।
সুতরাং তোমরা বাঁচার পথ খোঁজো।’ তখন তার সম্প্রদায়ের একদল লোক তার কথা মান্য করে এবং রাত থাকতেই বেরিয়ে পড়ে। এই দলটি ধীরে ধীরে পথ চলে সহজেই শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যায়।
কিন্তু সম্প্রদায়ের অন্য একটি দল সতর্ককারী ব্যক্তিকে মিথ্যাবাদী বলে নিজেদের স্থানেই অবস্থান করে। ভোর হলে শত্রুদল এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়।
প্রথম দল হলো এমন ব্যক্তির উপমা- যে আমার আনুগত্য করেছে এবং আমার দ্বীনের অনুগামী হয়েছে।
দ্বিতীয় দল হলো ওই ব্যক্তির উপমা, যে আমাকে অমান্য করেছে এবং আমার আনীত দ্বীনকে মিথ্যা বলেছে।
-সহিহ বুখারি, ৭২৮৩; সহিহ মুসলিম, ২২৮৩
Leave a Reply