সাহাবায়ে কিরামের পরিচয়.

সাহাবায়ে কিরামের পরিচয়

‘সাহাবি’ শব্দটি আরবি ভাষা থেকে আগত ‘সুহবত’ শব্দের একটি রূপ। একবচনে ‘সাহিব’ ও ‘সাহাবি’ এবং বহুবচনে ‘সাহাবা’, ‘আসহাব’ ও ‘সাহব’ ব্যবহৃত হয়।

‘সাহাবি’ শব্দের আভিধানিক অর্থ সঙ্গী, সাথি, সহচর, একসাথে জীবনযাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামি পরিভাষায় ‘সাহাবি’ শব্দটি দ্বারা রাসূলুল্লাহ সা.-এর মহান সঙ্গীসাথিদের বোঝানো হয়।

আল্লামা ইবনে হাজার আসকালানি রহ. সাহাবির পরিচয় দিয়েছেন এভাবে-
“যিনি রাসূল সা.-এর প্রতি ঈমান সহকারে তাঁর সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন, তিনিই সাহাবি।

উপর্যুক্ত সংজ্ঞা অনুসারে সাহাবি হওয়ার জন্য তিনটি শর্ত পূর্ণ হওয়া আবশ্যক।

সেই শর্ত তিনটি হলো-
১. রাসূলুল্লাহ সা.-এর প্রতি ঈমান,
২. ঈমান অবস্থায় রাসূলুল্লাহর সাক্ষাৎ লাভ এবং
৩. ইসলামের ওপর মৃত্যুবরণ ।

সকল যুগের ইসলামি বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যে, রাসূলুল্লাহ সা.-এর সাহচর্য বা সুহবত এমন একটি মর্যাদা, যার সমকক্ষ হওয়ার মতো আর কোনো মর্যাদা অন্য কোনো মুসলিমের নেই।

বই : আসহাবে রাসূলের জীবন আলো
লেখক: ড. মুহাম্মদ আবদুল মাবুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *