শুধুমাত্র দুনিয়ার জন্য চাওয়ার ভয়াবহতা

শুধুমাত্র দুনিয়ার জন্য চাওয়ার ভয়াবহতা

আমরা সবাই একটি দু’আর কথা জানি। আল্লাহ পবিত্র কুরআনে আমাদেরকে এই দু’আটি শিখিয়েছেন । দু’আটি হলো-

“হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন । আর আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন ।”
[সূরা বাকারা ২: ২০১

এই বিখ্যাত দু’আয় আমরা দুনিয়ার কল্যাণের জন্য দু’আ করি, আখিরাতের কল্যাণের জন্যও দু’আ করি । তবে হিসেব করলে দেখতে পাব যে, আমরা দু’আর দুই-তৃতীয়াংশ করি আখিরাতের জন্য, এক-তৃতীয়াংশ দুনিয়ার জন্য । যেমন:
দুনিয়ার কল্যাণ
আখিরাতের কল্যাণ ও
জাহান্নামের আগুন থেকে মুক্তি ।

প্রথমটি দুনিয়ার জন্য, বাকি দুটো আখিরাতের জন্য। আখিরাতের জন্য আমরা দুনিয়ার চেয়ে দ্বিগুণ কল্যাণ কামনা করলাম ।

এই আয়াতের ঠিক আগের আয়াতে আল্লাহ আরেকটি দু’আর কথা উল্লেখ করেন। যারা ঐ দু’আ করে, তাদের পরিণতি কী সেটাও তিনি উল্লেখ করেন । আল্লাহ বলেন:

“আর মানুষের মধ্যে এমনও আছে, যারা বলে ‘হে আমাদের রব! আমাদেরকে (যা দেবার) দুনিয়াতেই দিয়ে দিন!’ বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই ।”
[সূরা বাকারা ২: ২০০

যারা শুধু দুনিয়াতেই পেতে চায়, তাদের জন্য আখিরাতে কিছু নেই ।

অন্যদিকে, যারা আখিরাতে পেতে চায়, তাদের জন্য আল্লাহ আখিরাতে যেমন দিবেন, দুনিয়াতেও তেমন দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *