আর কবে হুস হবে আমাদের ?

প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যু একটি চিরন্তন সত্য বিষয়। জীবের মৃত্যু অনিবার্য।
তারপরেও মানুষের কত আয়োজন। মানুষ যদি প্রত্যেকটি ক্ষেত্রে মৃত্যুর কথা স্মরণ করতো তাহলে দুনিয়ার এই আয়োজন সবই বৃথা মনে হতো ।
আমরা যারা প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করি তারাই কেবলমাত্র সফলকামী। আশা করব।
আহ! মৃত্যু কত নিকটে! কোনো কিছু বুঝে উঠার আগেই রওনা দিতে হয় রবের নিকটে।
অথচ, দাঁড়ি পাকা আর শরীরের চামড়া ঢিলে হবার আশায় আপাদমস্তক গুনাহর মধ্যে ডুবিয়ে রেখেছি নিজেকে।
আর কবে হুস হবে আমাদের ?
বই :অতঃপর সাথী
লেখক: সুরাইয়া কবীর সাথী
Leave a Reply