কারা আল্লাহর দলভুক্ত?

আল্লাহ তাআলার দলের সদস্য যারা, তারা সফল হবেই।
আল্লাহ তাআলার সৃষ্ট জগৎ, যা একমাত্র তাঁরই নিয়ন্ত্রণাধীন, তাঁর বান্দারা সেখানে সফল হতে চাইলে তাঁর দলভুক্ত হতেই হবে।
আল্লাহ তাআলা তাঁর দলের সদস্যদের কিছু পরিচয়ও তুলে ধরেছেন। পবিত্র কুরআনের ভাষায়-
لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللهِ وَ الْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللٰهَ وَ رَسُوْلَهٗ وَ لَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْ، اُولٰٓىِٕكَ كَتَبَ فِيْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ وَ اَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ، وَ يُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا، رَضِيَ اللهُ عَنْهُمْ وَ رَضُوْا عَنْهُ اُولٰٓىِٕكَ حِزْبُ اللهِ، اَلَاۤ اِنَّ حِزْبَ اللهِ هُمُ الْمُفْلِحُوْنَ.
আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো জাতি তুমি পাবে না, যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি শত্রুতাপোষণকারীদের ভালবাসে, যদিও তারা তাদের বাবা, সন্তান, ভাই কিংবা আত্মীয়স্বজন হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদের সাহায্য করেছেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমনসব জান্নাতে, যার তলদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে, তারা তাতে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। শুনে রেখো, আল্লাহর দলই সফলকাম হবে।
-সূরা মুজাদালা (৫৮) : ২২
এ আয়াতে আল্লাহ তাআলার দলের সদস্যদের মোটা দাগে যে পরিচয় আমরা পাই-
এ আয়াতে আল্লাহ তাআলার দলের সদস্যদের মোটা দাগে যে পরিচয় আমরা পাই-
১. তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী।
২. আল্লাহ ও রাসূলের শত্রুদের তারা ভালবাসে না।
৩. ঈমান তাদের অন্তরে বদ্ধমূল হয়ে আছে।
আল্লাহ আমাদেরকে তাঁর দলভুক্ত হওয়ার তাওফিক দান করুন।
Leave a Reply