বিয়ে কী?

বিয়ে মানে নারী ও পুরুষের মধ্যে প্রতিষ্ঠিত বিশেষ এক পবিত্র বন্ধন।
আত্মার সঙ্গে আত্মার প্রাণময় মিলন। অবারিত প্রশান্তি, ভালোবাসা ও হৃদয়ময় জীবন। নবি-রাসুল ও সাহাবিদের অনুপম আদর্শের অনুসরণ।
সামগ্রিকভাবে মানব-ঐক্য ও সংহতির প্রাথমিক উৎস।
পৃথিবীতে মানব-বংশধারা টিকিয়ে রাখার বৈধ মাধ্যম। সর্বোপরি মানবপ্রকৃতি ও চাহিদার প্রতি আল্লাহর অনুমতি ও স্বীকৃতির আরেক নাম বিয়ে, যাতে আছে অনিঃশেষ সম্মান, মর্যাদা ও শৃঙ্খলা।
মানব-ইতিহাসের প্রথম বিয়ে হয় জান্নাতে। আদম আ. ও হাওয়া আ.-এর মাধ্যমে।
এরপর দুনিয়াতেও শুরু হয় এই ধারা। সেই থেকে আজ; থেমে নেই এ ধারা। বংশবিস্তার হচ্ছে, বিয়েও চলছে। নবি-রাসুল, রাজা-প্রজা, ধনী-গরিব, ধার্মিক-অধার্মিক সব শ্রেণিপেশার মানুষ বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন।
বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করেছে সব কালের সব জাতি-গোষ্ঠীই। কোনো সম্প্রদায়ই একে এড়িয়ে চলেনি।
বই :স্বপ্ন থেকে সংসার
লেখক: আবদুল ওয়াদুদ নোমান
Leave a Reply