তারা আমার দলভুক্ত নয়!

আনাস ইবনে মালিক রা. বর্ণনা করেন, তিন জনের একটি দল নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর ‘ইবাদাত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী (সাল্লাল্লাহু * আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীদের বাড়িতে এলেন।

যখন তাঁদেরকে এ সম্পর্কে জানানো হলো, তখন তারা ‘ (নিজেদের) ইবাদাতের পরিমাণ কম মনে করল এবং বলল, নবী (সাল্লাল্লাহু *আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে আমাদের তুলনা হতে পারে না। কারণ, তাঁর আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে।

এমন সময় তাদের মধ্য হতে একজন বলল, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সবসময় সিয়াম পালন করব এবং কক্ষনো বাদ দিব না। অপরজন বলল, আমি নারী সংসর্গ ত্যাগ করব, কখনও বিয়ে করব না।

এরপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের নিকট এলেন এবং বললেন, “তোমরা কি ওই সব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশি অনুগত; অথচ আমি রোজা রাখি, আবার তা থেকে বিরতও থাকি। (তাহাজ্জুদের নামাজ আদায় করি আবার নিদ্রা যাই এবং মেয়েদেরকে বিয়েও করি।

সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করবে, তারা আমার দলভুক্ত নয়।

সহিহ বুখারি: ৫০৬৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *