তোমাদের এই আগুনে কোন জিনিস নিক্ষেপ করছে।

চারিপাশে আগুন। লেলিহান আগুন। এক অংশ আরেক অংশকে গিলে খাচ্ছে যেন।
এখনই কাউকে ধাক্কা দেয়া হবে সেই আগুনে। আরও অনেকেই আছে যাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়া হবে সেই আগুনের সমুদ্রে।
অনেক দূরে আরও একদল লোক। তবে তাদের আগুনে ফেলা হবে না। তারা তো আগুনের ধারে কাছেও নেই। তারা মনোরম বাগানে আরাম-আয়েশে বসে আছে। চারদিকে অজস্র ফল-ফলাদি আর পানীয়ের সমাহার। অপার্থিব সুন্দর বাগানের নাম-নিয়ামত ভোগ করছে। বসে বসে আগুনের বাসিন্দাদের নিয়ে আলোচনা করছে।
হঠাৎ তাদের মধ্যে থেকে কেউ একজন আগুনের বাসিন্দাদের একজনকে কি যেন জিজ্ঞেস করে বসলো। দূর হওয়া সত্ত্বেও আগুনের বাসিন্দারা পরিষ্কারভাবেই তার কথা শুনতে পেলো।
সে জিজ্ঞেস করছে,
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
তোমাদের এই আগুনে কোন জিনিস নিক্ষেপ করছে?
আগুনের বাসিন্দারা জবাব দিলো,
لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
আমরা নামাযীদের অন্তর্ভুক্ত ছিলাম না।
সেদিন আগুনের ধারে বসে পৃথিবীতে কাটানো দিনগুলোর কথা মনে পড়বে তাদের। খুব মনে পড়বে। স্মৃতির পাতায় ভেসে উঠবে পৃথিবীতে কাটিয়ে আসা
-সুরা মুদ্দাচ্ছির
বই :আর ছাড়বো না নামায
লেখক: মুহাম্মাদ শাকিল হোসাইন
Leave a Reply