যে সাত শ্রেণিকে আল্লাহ তাআলা (কেয়ামতের দিন) তাঁর ছায়ায় আশ্রয় দেবেন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
সাত শ্রেণিকে আল্লাহ তাআলা (কেয়ামতের দিন) তাঁর ছায়ায় আশ্রয় দেবেন; যেদিন তাঁর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না :
১. ন্যায়পরায়ণ শাসক।
২. ওই যুবক, যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে (তার যৌবন অতিবাহিত করেছে)।
৩. ওই ব্যক্তি, মসজিদেই পড়ে থাকে যার মন।
৪. এমন দুই ব্যক্তি, যারা একে-অপরকে আল্লাহর জন্যই
ভালোবাসে। আল্লাহর জন্যই একত্র হয় এবং তাঁর জন্যই বিচ্ছিন্ন হয়। ৫. ওই সুপুরুষ, যাকে সম্ভ্রান্ত রূপসী কোনো নারী (জিনার জন্য) আহ্বান করে তখন সে (এ থেকে বিরত থাকে এবং) বলে, আমি আল্লাহকে ভয় করি।
৬. যে এত গোপনে দান করে, তার বাম হাত বুঝতে পারে না ডান হাত কী দান করল।
৭. যে নির্জনে আল্লাহকে স্মরণ করে; ফলে তার দুচোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে।
Leave a Reply