ভাবুন এবং কৃতজ্ঞ হোন।

এক পাহাড় স্বর্ণের বিনিময়ে কি একটা চোখ হারাতে রাজি হবেন?
কিংবা এক পাহাড় রৌপ্যের বদলে শ্রবণশক্তিটা বিক্রি করবেন?
বিশাল বিশাল প্রাসাদের বিনিময়ে কি কেটে ফেলতে দেবেন আপনার জিব? অনিন্দ্যসুন্দর মুক্তা আর মনি- রত্নের বিনিময়ে একটা হাত কেটে দিতে বললে দেবেন?
বিপুল প্রাচুর্য আর অসংখ্য অনুগ্রহ উপভোগ করছেন, অথচ জানেনই না! গরম গরম রুটি, ঠাণ্ডা পানি, প্রশান্তির ঘুম, আর অসাধারণ সুস্বাস্থ্যের অধিকারী হয়েও কি না জীবন কাটাচ্ছেন দুশিন্তা-দুঃখ আর বেদনা-বিষণ্ণতার মাঝে?
যা হারিয়েছেন, তা নিয়ে ভাবছেন। অথচ যা আছে, তার জন্য কৃতজ্ঞ হচ্ছেন না। সম্পত্তি সংক্রান্ত লোকসান নিয়ে আপনি বিরক্ত।
অথচ আপনার সঙ্গে রয়েছে সাফল্যের আসল চাবি — বিশাল পরিমাণ কল্যাণ, উপহার, অনুগ্রহ এবং আরো কত কী!
ভাবুন এবং কৃতজ্ঞ হোন
Leave a Reply