জান্নাতে উচ্চাসন লাভ কিংবা জাহান্নামে যাওয়ার কারণ!

জান্নাতে উচ্চাসন লাভ কিংবা জাহান্নামে যাওয়ার কারণ!

মুখের ‘একটি মাত্র কথা’ জান্নাতে উচ্চাসন লাভ কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে-

عَنْ أَبِي هُرَيْرَةَ الله عَنْ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ
اللهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ وَفِي رِوَايَةٍ لَهُمَا يَهْوِي بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ

‘হজরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসুল ইরশাদ করেন, নিঃসন্দেহে মানুষ অনেক সময় মনের অজান্তে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক এমন কথা উচ্চারণ করে যে, তার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। অনুরূপভাবে বান্দা নিজের মনের অজান্তেই এমন কথাও বলে ফেলে যে, ওই একটি মাত্র কথা তার জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ হয়ে যায়।

১. বুখারি : ৫৯৯৬, মুসলিম : ৫৩০৩ ।

এই হাদিসে জবানের ভালো এবং মন্দ উভয়ের ব্যাপারে আলোচনা করা হয়েছে।

মানুষের মুখের একটি মাত্র কথা তার জন্য কতটা কল্যাণকর হতে পারে এবং এই মুখনিঃসৃত একটি কথাই তার জন্য কতটা ভয়ানক মুসিবত বয়ে আনতে পারে।

উপরিউক্ত হাদিস দ্বারা এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *