গুনাহ কি? কাকে বলে?

গুনাহ বলা হয় আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়গুলো ছেড়ে দেওয়া এবং তার নিষেধকৃত বিষয়সমূহ গ্রহণ করাকে।

অর্থাৎ আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে-সকল কথা, কাজ ও জাহেরি, বাতেনি আমলের আদেশ করেছেন সেগুলোকে ছেড়ে দেওয়া এবং তারা যে-সকল বিষয় করতে নিষেধ করেছেন, সেগুলোকে করাই হলো গুনাহ বা অবাধ্যতা।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবাধ্যতাকারীদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,
وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ
আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সে তাতে চিরকাল থাকবে এবং লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করবে।

অন্যত্র আল্লাহ তাআলা বলেন,
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
আল্লাহ ও তার রাসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না। কেউ আল্লাহ এবং তার রাসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট।

وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا

যারা আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে।

বই: তাকওয়া অর্জন করুন গুনাহ থেকে বাঁচুন
লেখক:   সাঈদ ইবনে আলী আল কাহতানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *