চাশতের নামাজের ফজিলত

চাশতের নামাজের ফজিলত

আবু যার রা. হতে বর্ণিত,


নিশ্চয় আল্লাহর রসূল সা: বলেছেন, প্রতিটি দিন শুরু হওয়ার সাথে সাথে তোমাদের প্রত্যেকের প্রতিটি অস্থি-বন্ধনী ও গিটের উপর সাদকা ওয়াজিব হয়।

সুতরাং প্রতিটি তাসবীহ ( সুবহানাল্লাহ) সাদকা হিসেবে গণ্য হয়। প্রতিটি তাহলীল (লা-ইলাহা ইল্লা-ল্লহ) সাদকা। প্রতিটি তাহমীদ (আলহামদুলিল্লাহ) সাদকা হিসেবে গণ্য হয়। প্রতিটি তাকবীর -আল্লাহু আকবার) সাদকা হিসেবে গণ্য হয়।

সৎকাজের আদেশ সাদকা হিসেবে গণ্য হয়। অসৎকাজ হতে বাধা প্রদান সাদকা হিসেবে গণ্য হয়।

তবে সে যদি যুহা বা চাশতের দুই রাকাত সলাত আদায় করে, তাহলে এ সবগুলো ব্যাপারে তা যথেষ্ট হয়ে যাবে।

-সহীহ মুসলিম, ফুআ হা ৭২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *