জান্নাতিরা জানতে চাইবে,এর চেয়ে উত্তম আর কী হতে পারে?

“সাবধান! ‘আগামীকাল তাওবা করব’ বলে নিজেকে ধোঁকা দেবেন না। আগামীকালের সূর্যোদয় দেখার সুযোগ হয়তো আপনার হবে না। বিগত এক ঘন্টায় যারা মারা গেছে, অবচেতন মনে তারাও ভাবত, তারা কখনো মরবে না” বইঃ নবীজির (সা) সাথে আদহাম আস-শারকাবি

আবূ সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন,

আল্লাহ তাআলা জান্নাতিদের ডেকে বলবেন, ‘হে জান্নাতিরা!’ তারা জবাব দেবে, ‘আমরা হাজির, হে আমাদের প্রতিপালক! সকল কল্যাণ আপনারই হাতে।’

তিনি তাদের জিজ্ঞেস করবেন, “তোমরা কি এখন সন্তুষ্ট?’
তারা জবাব দেবে, ‘কেন হব না, হে আমাদের প্রতিপালক? আপনি তো আমাদের এমন সব অনুগ্রহ দান করেছেন, যা আপনার অন্য কোনো সৃষ্টিকে দান করেননি।’

তিনি তারপর তাদের বলবেন, ‘আমি কি তোমাদেরকে এরচেয়েও উত্তম কিছু দেব না?’ জান্নাতিরা জানতে চাইবে, ‘এর চেয়ে উত্তম আর কী হতে পারে?” আল্লাহ বলবেন, “আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এবং এরপর আর কখনোই তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না।”

হে আল্লাহ! নিশ্চয় আপনার সন্তুষ্টি অন্য যে-কোনো সুযোগ-সুবিধার চেয়ে অধিক উত্তম।
আমরা আপনার সন্তুষ্টি অর্জন করাকে সবকিছুর ঊর্ধ্বে ও অগ্রে স্থান দিই। এভাবে আমরা নবীজি -এর অনুকরণ করতে চাই।

কারণ তিনি জান্নাতের দুআ করার আগে আপনার সন্তুষ্টি অর্জনের দুআ করে বলেছেন, “হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *