তাকওয়া বা আল্লাহ্র ভয় কি?

আল্লাহর ভয় বা আল্লাহর জন্য তাকওয়া অবলম্বনের অর্থ হলো,
বান্দা নিজের মাঝে এবং তার প্রতিপালকের ভয় ও শঙ্কার মাঝে প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করা। অর্থাৎ আল্লাহ যে-সকল কাজ করলে ক্রোধান্বিত হবেন এবং বান্দাকে শাস্তি দেবেন সেই কাজগুলোকে পরিপূর্ণভাবে পরিহার করা এবং এড়িয়ে চলা। সাথে সাথে আল্লাহর আনুগত্যের প্রতিটি কাজ করা।
ঠিক যেমনটা বলেছেন তলক ইবনু হাবিব রহ.। তিনি বলেন, তাকওয়া হলো আল্লাহ তাআলার পুরস্কার ও শাস্তির ব্যাপারে আল্লাহর দেওয়া অন্তর্দৃষ্টি খোলা রেখে তাকে মান্য করা ও তার দেওয়া হেদায়াতের আলোকে তারই শাস্তির ভয়ে তার অবাধ্যতা থেকে বিরত থাকা।
পরিপূর্ণ তাকওয়া হলো, সকল ধরনের নিষিদ্ধ এবং সন্দেহযুক্ত কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহর আদেশকৃত প্রতিটি আমল যথাযথভাবে পালন করতে থাকা। আর তাকওয়ার সবচেয়ে বড় স্তর হলো, কোনো মুসতাহাব আমলও না ছাড়া এবং অপছন্দনীয় এবং সন্দেহযুক্ত কোনো আমলও না করা।
Leave a Reply