ঈমান কি? ঈমান পরিচিতি।

‘ঈমান’ শব্দের সাধারণ অর্থ, ‘বিশ্বাস করা’। তাই ধর্মীয় বিশ্বাস বুঝাতে ‘ঈমান’ শব্দটি ব্যবহার করা হয়। পাশাপাশি এ বিশ্বাস বুঝাতে ‘আকিদা’ শব্দটিও ব্যাপক প্রচলিত।
তবে ধর্মীয় বিশ্বাস বুঝাতে কুরআন ও হাদিসে ‘ঈমান’ শব্দটাই ব্যবহার করা হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার পক্ষ থেকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যা কিছু নাযিল হয়েছে—সবকিছুকে মনে প্রানে বিশ্বাস করে, আল্লাহকেই একমাত্র রব ও ইবাদাত পাওয়ার উপযুক্ত এবং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল বলে সাক্ষ্য দিয়ে, সকল হালাল-হারাম মেনে আমল করার নাম হলো ঈমান আর যে ব্যক্তি এ ঈমান বা বিশ্বাস মনে-প্রাণে ধারণ করে, তাকে বলা হয় মুমিন।
শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলেই মুমিন হওয়া যায় না, বরং মুমিন হতে হলে এর সাথে সাথে আরও পাঁচটি বিষয়ের ওপর সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে হবে।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرْهِ
“তুমি ঈমান আনবে আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, রাসূলগণ ও আখিরাতের প্রতি। আরও ঈমান আনবে তাকদীর ও এর ভালো ও মন্দের প্রতি।”
সুতরাং, ঈমান বলতে হাদিসে উল্লেখিত এ ছয়টি বিষয়ের ওপর সামষ্টিক বিশ্বাসকে বুঝানো হয়।
বই: ঈমান শিক্ষা।
লেখক: ইমাম বাইহাকি।
Leave a Reply