আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর প্রতি কঠোর হুঁশিয়ারি।

হাদীস শরীফেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা তুলে ধরেছেন। তিনি ইরশাদ করেন-
خَلَقَ اللهُ الخَلْقَ، فَلَمّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرّحِمُ، فَأَخَذَتْ بِحَقْوِ الرّحْمَنِ، فَقَالَ لَهُ: مَهْ، قَالَتْ: هَذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ، قَالَ: أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ، قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَذَاكِ.
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন। যখন সৃষ্টির কাজ শেষ করেন, তখন ‘রাহিম’ (আত্মীয়তার সম্পর্ক) দাঁড়িয়ে আল্লাহকে জড়িয়ে ধরল। আল্লাহ বললেন, থাম।
সে বলল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা তথা এর থেকে বাঁচার জন্য আমার আশ্রয়ের জায়গা এটাই।
তিনি বললেন, তুমি কি চাও না, যে তোমার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে আমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব। যে তোমার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে না আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব না।
সে বলল, অবশ্যই হে আমার প্রতিপালক।
তিনি বললেন, ঠিক আছে। -সহীহ বুখারী, হাদীস ৪৮৩০
নবীজী আরও ইরশাদ করেন-
مَا مِنْ ذَنْبٍ أَحْرَى أَنْ يُعَجِّلَ اللهُ الْعُقُوبَةَ لِصَاحِبِهِ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنَ الْبَغْيِ، وَقَطِيعَةِ الرّحِمِ.
কোনো গুনাহের কারণে যদি আখেরাতের শাস্তির পাশাপাশি দুনিয়াতেও শাস্তি ত্বরান্বিত হয় তবে যুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেশি উপযুক্ত অন্য কোনো গুনাহ নেই। -মুসনাদে আহমাদ, হাদীস ২০৩৯৮
এসব হাদীস থেকে বোঝা যায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত জরুরি বিষয়। তা ছিন্ন করা মারাত্মক অন্যায়।
মনে রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অর্থ হল, তাদেরকে কষ্ট দেওয়া। তাদের জরুরি হক আদায় না করা। বিপদাপদে তাদের পাশে না দাঁড়ানো। তাদের সঙ্গে কোনো শরঈ কারণ ছাড়া কথাবার্তা বন্ধ রাখা ইত্যাদি। তাদের প্রতি অনুগ্রহ ও দয়া করাও একটি গুরুত্বপূর্ণ আমল। তবে এটা না করতে পারলে কবীরা গুনাহ হবে না এবং এক্ষেত্রে উপরিউক্ত কঠিন শাস্তি বা ধমক প্রযোজ্য নয়। (ফয়যুল কাদীর, আল্লামা মুনাবী, হাদীস ৮০২৮ দ্রষ্টব্য)
আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে হেফাযত করুন।
Leave a Reply