মিথ্যার ভয়াবহতা।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে বিভিন্ন অপরাধের শাস্তি দেখানো হয়েছে। তার মধ্যে মিথ্যার এক ভয়াবহ শাস্তি দেখানো হয়েছে। যা নিচের হাদীসে বিবৃত হয়েছে।
আর একথা সর্বস্বীকৃত যে, নবীদের স্বপ্নও ওহী হয়ে থাকে।
তিনি ইরশাদ করেন-
إِنّهُ أَتَانِي اللّيْلَةَ آتِيَانِ، وَإِنّهُمَا ابْتَعَثَانِي، وَإِنّهُمَا قَالاَ لِي انْطَلِقْ، وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا… فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلّوبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ، وَعَيْنَهُ إِلَى قَفَاهُ… قالَ: ثُمّ يَتَحَوّلُ إِلَى الجَانِبِ الآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الجَانِبِ حَتّى يَصِحّ ذَلِكَ الجَانِبُ كَمَا كَانَ، ثُمّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ المَرّةَ الأُولَى قَالَ: ” قُلْتُ: سُبْحَانَ اللهِ مَا هَذَانِ؟… قَالاَ لِي: أَمَا إِنّا سَنُخْبِرُكَ… وَأَمّا الرّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ، يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ، وَعَيْنُهُ إِلَى قَفَاهُ، فَإِنّهُ الرّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ، فَيَكْذِبُ الكَذْبَةَ تَبْلُغُ الآفَاقَ.
আজ রাতে আমার কাছে দুজন আগন্তুক এসে আমাকে ঘুম থেকে উঠাল। তারা আমাকে তাদের সঙ্গে যেতে বলল। …আমরা এক ব্যক্তির কাছে এলাম যে চিত হয়ে শোয়া ছিল। আরেক ব্যক্তি তার পাশে লোহার এক কাঁচি নিয়ে দাঁড়িয়ে ছিল। সে ঐ ব্যক্তির এক পাশে এসে তার চোয়াল ঘাড় পর্যন্ত ফেঁড়ে ফেলছে। নাক ও চোখ ঘাড় পর্যন্ত ফেঁড়ে ফেলছে। এরপর চোয়ালের অপর পাশে অনুরূপ করতে থাকে। এক পাশ ফাঁড়তে ফাঁড়তে অপর পাশ ঠিক হয়ে যায়। আবার অপর পাশ আগের মত ফাড়তে থাকে। …রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এরা কারা? …তারা বলল, আমরা আপনাকে এ সম্পর্কে জানাবো। …যে ব্যক্তির কাছে আপনি গিয়েছিলেন, যার চোয়াল ঘাড় পর্যন্ত এবং নাক ও চোখ ঘাড় পর্যন্ত ফেড়ে ফেলা হচ্ছিল সেই ব্যক্তির অভ্যাস ছিল, ঘর থেকে বের হলেই মিথ্যা বলত। ফলে সে মিথ্যা দিগদিগন্তে ছড়িয়ে পড়ত। (যে মিথ্যার আর প্রতিকার সম্ভব ছিল না।) -সহীহ বুখারী, হাদীস ৭০৪৭
উপরিউক্ত হাদীস থেকে মিথ্যার ভয়াবহতার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। মিথ্যা কত বড় গুনাহ হলে এমন ভয়াবহ শাস্তি হতে পারে।
মিথ্যা বলা এতটাই জঘন্য অপরাধ যে, দুষ্টুমি করে বললেও গুনাহ। হাদীস শরীফে এ ধরনের ব্যক্তির জন্য ধ্বংসের বদদুআ করা হয়েছে। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
ويلٌ للّذي يحدِّثُ فيَكذِبُ ليُضحِكَ بِه القومَ، ويلٌ لَه، ويلٌ لَهُ.
যে ব্যক্তি মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলে, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৯০
আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যার যাবতীয় ব্যবহার থেকে রক্ষা করুন।
Leave a Reply