আল্লাহর নির্ধারিত শাস্তিতে কোনও ছাড় নেই

মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করে। মহিলার এমন কর্মকাণ্ড কোরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্বিগ্ন করে তুলে। তারা পরস্পরে আলোচনা করতে থাকে যে, আল্লাহর রাসুলের কাছে তার শাস্তি মওকুফের বিষয়ে কে কথা বলবে? কে-ই বা নবীজির কাছে তার ব্যাপারে সুপারিশ করবে?
অবশেষে তারা সিদ্ধান্ত নিল, রাসুলের অন্যতম প্রিয় ও আস্থাভাজন সাহাবি উসামা বিন জায়েদ রা. এ ব্যাপারে রাসুল সা: এর সাথে কথা বলবে এবং তার সুপারিশ করবে।
উসামা বিন জায়েদ রা. রাসুলের কাছে গেলেন। অপরাধী ওই মহিলার ব্যাপারে কথা বলে শাস্তি মওকুফের সুপারিশ করেন। তখন রাসুল রাগান্বিত হয়ে বলেন, তুমি কি আল্লাহর নির্ধারিত সীমালঙ্ঘনকারিনীর জন্য সুপারিশ করছ?
রাসুল সা: দাঁড়িয়ে খুতবা দিয়ে বলেন, তোমাদের পূর্বে অনেক জাতি শুধু একারণে ধ্বংস হয়েছে যে, তাদের সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দিত। কিন্তু কোনো গরিব বা সাধারণ মানুষ চুরি করলে তার ওপর ‘হদ’ বা শাস্তি প্রয়োগ করত।
আল্লাহর কসম, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত তাহলেও আমি তার হাত কেটে দিতাম।
Leave a Reply