কওমি মাদরাসার সব কিতাব কোথায় পাওয়া যায়?

আসসালামু আলাইকুম,
রমজানের পর পরই বাংলাদেশের সব কওমি মাদরাসায় ভর্তি যুদ্ধ শুরু হয়ে যায়। এবং মোটামুটি দুই সপ্তাহের মত এটা চলতে থাকে, এর পাশাপাশি যে যেই জামাতে ভর্তি হয় সেই জামাতের কিতাবাদি সংগ্রহ করাও একটি গুরুত্বপুর্ণ কাজ হয়ে দেখা দেয়।
ভর্তি শেষ হওয়ার পর কিভাবে কিতাব, শরাহ সংগ্রহ করা যায় এটা নিয়ে চিন্তার অন্ত থাকে না। বিশেষ করে যারা স্বশরিরে দোকানে গিয়ে কিনতে পারে না তাঁদের জন্য কিতাব সংগ্রহ করাটা অনেকটা দুরূহ হয়ে যায়। আর এই দুরূহ ব্যাপারটাকে সহজ করে ২০১৫ সাল থেকে কিতাবঘর ডট কম মাদরাসার ছাত্রদের কিতাবাদি তাঁদের মাদরাসায় পৌঁছে দেয়ার কাজ করে আসছে।
আপনি মাদরাসার সম্মানিত শিক্ষক হোন বা ছাত্র, কিতাবঘর (www.kitrabghor.com) -এ আপনার কিতাবের চাহিদার কথা জানালে আপনি সময় নষ্ট করে দোকান থেকে যে দামে বই সংগ্রহ করবেন সেই দামে বা তার চেয়ে কম দামে আপনি মাদরাসায় বসে কিতাব পেয়ে যাবেন।
এছাড়াও কিতাবঘর এর ফেসবুক পেজ: https://www.facebook.com/kitabghor -এর ইনবক্সে আপনি আপনার কিতাবের লিস্ট দিলে আপনার লিস্ট অনুযায়ী আপনি কিতাবের সমস্ত তথ্য পেয়ে যাবেন।
পাশাপাশি আরও সহজভাবে আপনি কিতাবের অর্ডার করতে পারেন! আপনার হাতের মুটোফোন থেকে ০৯৬ ১৩৮২৯৬৫৪ নাম্বারে ডায়াল করে আপনার কিতাবের লিস্ট দিলে আপনার কিতাব আপনার মাদরাসায় পোঁছে যাবে।
কিতাবঘর ডট কমের ওয়েবসাইট এমনভাবে সাজানো হয়েছে যে আপনি খুব সহজেই যে কোনো জামাতের কিতাব অর্ডার করতে পারবেন।
প্রতিটি জামাতকে আলাদাভাবে ক্যাটাগরি করা হয়েছে এবং প্রতিটি ক্যাটাগরিতে মতন/মুল কিতাব ও শরাহ/ ব্যাখ্যা আলাদাভাবে ভাগ করা হয়েছে যেনো সহজে মতন বা শরাহ খুজে নেয়া যায়।
এখানে প্রতিটি জামাতের কিতাবের লিংক দেয়া হলো:
১। জামাতে তাইসীর
https://www.kitabghor.com/products/d8ce585ca22211ec84496ec427268214/jamate-taisir.html
২। জামাতে মীযান
https://www.kitabghor.com/products/d8ce51c2a22211ec84496ec427268214/jamate-mizan.html
৩। জামাতে নাহবেমীর
https://www.kitabghor.com/products/d8ce4aeca22211ec84496ec427268214/jamate-nahbimir.html
৪। জামাতে হেদায়াতুন নাহু
https://www.kitabghor.com/products/d8ce434ea22211ec84496ec427268214/jamate-hedayatunnahu.html
৫। জামাতে কাফিয়া
https://www.kitabghor.com/products/d8ce39b2a22211ec84496ec427268214/jamate-kafiya.html
৬। জামাতে শরহে জামী
https://www.kitabghor.com/products/d8ce32f0a22211ec84496ec427268214/jamate-sarhe-jami.html
৭। জামাতে শরহে বেকায়া
https://www.kitabghor.com/products/d8ce2a94a22211ec84496ec427268214/jamate-sarhe-bekaya.html
৮। জামাতে হেদায়া-জালালাইন
https://www.kitabghor.com/products/d8ce2206a22211ec84496ec427268214/jamate-hedaya-jalaline.html
৯। জামাতে মেশকাত
https://www.kitabghor.com/products/d8ce1b8aa22211ec84496ec427268214/jamate-meskat.html
১০। দাওরায়ে হাদীস
https://www.kitabghor.com/products/0ff6c3d10ff6c3d1/dawraye-hidish.html
Leave a Reply