পান করার আদব-১

পান করতে গিয়ে অনেক সময় আমরা গ্লাসে শ্বাস ফেলি।
পান করতে করতে শ্বাস ফেলার প্রয়োজন হয়। তখন মুখ থেকে পানপাত্র সরিয়ে নেওয়া উচিত। পাত্রে শ্বাস ফেলাটা ক্ষতিকর।
আমরা জানি, আমাদের শ্বাসের সাথে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড বের হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাত্রে শ্বাস ফেললে কার্বন ডাই-অক্সাইড পানির সাথে মিশে আমাদের ক্ষতি করতে পারে।
তাই পান করার সময় শ্বাস ফেলতে হলে মুখ থেকে পানপাত্র সরিয়ে তারপর শ্বাস ফেলব। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفّسْ فِي الإِنَاءِ.
কেউ যখন পান করে, সে যেন (পান)পাত্রে শ্বাস না ফেলে। সহীহ বুখারী, হাদীস ১৫৩; সহীহ মুসলিম, হাদীস ২৬৭
Leave a Reply