আদব শিখি

কোথাও মেহমান হিসেবে খেলাম বা নিজের বাসায়। খাবারটা বেশ মজাদার হয়েছে। খাবার শেষে তৃপ্তির ঢেকুর এল। বেশ আওয়াজ করে মস্ত বড় একটা ঢেকুর তুললাম। আশপাশের মানুষগুলো একটু বিরক্ত হল। আমি সেদিকে ভ্রক্ষেপই করলাম না।
এটি ঠিক নয়; ভদ্রতার খেলাফ। খাবার শেষে যদি ঢেকুর আসে তাহলে যথাসাধ্য চেষ্টা করতে হবে তা প্রতিহত করার। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত আওয়াজ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেমনি মুখে হাত দিয়ে বা রুমাল দিয়ে অসুন্দর দৃশ্যটি অন্যদের থেকে আড়াল করারও চেষ্টা করতে হবে।।
একবার নবীজীর সামনে এক ব্যক্তি (আওয়াজ করে) ঢেকুর তুলল। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন-
كُفّ عَنّا جُشَاءَكَ.
তুমি (যথাসাধ্য) তোমার ঢেকুর প্রতিহত কর (প্রতিহত করার চেষ্টা কর)। -জামে তিরমিযী, হাদীস ২৪৭৮
Leave a Reply