নামায শেষের দুআ যিকির

নামায শেষের দুআ যিকির

নামাযের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যিকির ও দুআ পড়তেন।

নামায শেষে সেই দুআ ও যিকিরসমূহ পড়া সুন্নত। আর জীবনের সর্বক্ষেত্রে রাসূলের সুন্নত মেনে চলতে পারলেই তো তুমি হতে পারবে একজন সফল মুমিন। তাই গুরুত্বের সাথে নামায শেষের দুআ ও যিকিরসমূহ মুখস্থ করে নাও।

আজ আমরা নামাযের পরে পড়ার কয়েকটি দুআ-যিকির শিখব।

নামায শেষে সালাম ফেরানোর সাথে সাথে প্রথমে তিন বার ইস্তেগফার পড়বে, এভাবে-

أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ

(আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।)

এরপর নিচের দুআটি পড়বে-

اللّهُمّ أَنْتَ السّلاَمُ، وَمِنْكَ السّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الجَلاَلِ وَالإِكْرَامِ.

অর্থ : হে আল্লাহ! তুমি শান্তিদাতা, আর তোমার নিকট থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে সম্মান ও মর্যাদার অধিকারী! -জামে তিরমিযী, হাদীস ৩০০

এরপর আয়াতুল কুরসি পড়বে।

এরপর ৩৩ বার سُبْحَانَ اللهِ (সুবহানাল্লাহ), ৩৩ বার الْحَمْدُ لِلهِ (আলহামদু লিল্লাহ), ৩৪ বার اللهُ أَكْبَرُ (আল্লাহু আকবার) বলবে। (জামে তিরমিযী, হাদীস ৩৪১২)

এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়বে।

এগুলোকে একসাথে مُعَوِّذَات (মুআওউয়িযাত) বলে। এগুলো সব নামাযের শেষে একবার করে, তবে ফজর ও মাগরিব নামাযের পর তিনবার করে পড়বে। (দ্র. সুনানে নাসায়ী, হাদীস ১৩৩৬; জামে তিরমিযী, হাদীস ৩৫৭৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *