পাত্রের ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করব না

পাত্রের ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করব না

সালমান ও সাফওয়ান একসাথে দুপুরের খাবার খেতে বসেছে। সাফওয়ান পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিল। রাখার সময় বেখেয়ালে গ্লাসটা কাত হয়ে পড়ে মুখের কাছে সামান্য একটু ভেঙে গেল। একটু পরে সালমান পানি খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিল। সে ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করতে গিয়ে ঠোঁট কেটে গেল। এমনটি হত না, যদি সে ভাঙা স্থান খেয়াল করে পান করত।

যে পাত্রটি একেবারে ভেঙে যায়নি সে পাত্র আমরা ব্যবহার করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে, ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করা যাবে না।

হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

نَهَى رَسُولُ اللهِ صَلى اللهُ عَلَيْهِ وَسَلمَ عَنِ الشرْبِ مِنْ ثُلْمَةِ الْقَدَحِ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন। -সুনানে আবু দাউদ, হাদীস ৩৭২২; মুসনাদে আহমাদ, হাদীস ১১৭৬০; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫৩১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *