নববধূ হিসেবে আপনার করনীয়।

আমি যদি বধূ হয়ে থাকি তাহলে আমি কি আমার স্বামীর পরিবারের সাথে সুন্দর আচরণ করছি?
তাদের শ্রদ্ধার নজরে দেখছি? তাদের উপর অন্যায় অসঙ্গত কোন কর্তৃত্ব চালাচ্ছি না তো!
স্বামীর অন্তরে তার মা-বাবা, ভাই-বোন সম্পর্কে কোনো খারাপ ধারণা সৃষ্টি করছি না তো!
তাদের প্রতি কুধারণা সৃষ্টি করে তার মাঝে এবং পরিবারের মাঝে দূরত্ব সৃষ্টি করছি না তো!
তার পরিবার যদি ভেবে থাকে, আমার সাথে যেমন খুশি তেমন ব্যবহারের সুযোগ তাদের রয়েছে, তা যেমন ভুল হবে, তেমনি আমি যদি ভেবে থাকি, তার সাথে আমার বিবাহের কারণে তার উপর একমাত্র আমার অধিকার থাকবে- তাও তেমন ভুল হবে।
তাই তার উপর সেই অধিকারের দোহাই দিয়ে চাপ প্রয়োগ করে তাকে যদি তার মা-বাবা, ভাই-বোন থেকে আলাদা করে দেই, তাহলে তা হবে সম্পূর্ণ জুলুম।
আমি সেই জুলুমে লিপ্ত নই তো!
Leave a Reply