নববধূর সাথে কেমন আচরণ করবেন শাশুড়ি মা?

আমাদের ঘরে যখন নতুন কোনো মেয়ে আসে, যেমন, আমার পুত্রবধু- তার সাথে আমি কেমন আচরণ করি!
নতুন মানুষ হিসেবে আমার ঘরে তার অনেক ভুলত্রুটি হতে পারে। সে হয়ত শুরুতেই এই ঘরের অনেক বিষয় ঠিক মতো বুঝে উঠতে পারবে না বা বুঝতে সময় লাগবে। আমাকে তখন তার সহযোগিতা করতে হবে। তাকে সাহস দিতে হবে।
কিন্তু তা না করে আমার ঘরে পা দেওয়ার সাথে সাথেই আমি তার দোষত্রুটি ধরতে ব্যস্ত হয়ে পড়ছি না তো! তার পরিবার পরিজন নিয়ে নানান নেতিবাচক কথা বলে তার মনে আঘাত করছি না তো! বিভিন্নভাবে তার মনে আমার সম্পর্কে ভীতিকর ধারণা সৃষ্টি করছি না তো! তার মা-বাবা, ভাই-বোনের সাথে খারাপ ব্যবহার করছি না তো!
আমি যদি ভাবি আমি ছেলের মা। সমাজে মেয়ের মায়ের চেয়ে ছেলের মায়ের কদর বেশি। মেয়ের মায়ের উপর ছেলের মায়ের প্রভাবও থাকে বেশি। তাই আমার মনোরঞ্জনের জন্য, আমার সন্তুষ্টির জন্য মেয়ের সাথে সাথে মেয়ের মাকে ও পরিবারকেও দিনরাত সচেষ্ট থাকতে হবে।
আমার চাহিদা মতো আচরণ তাদের থেকে না পেলে মেয়েকে এবং তার পরিবারকে যা খুশি আমি করতে পারব, বলতে পারব। আর তারা মেয়ের পরিবার হিসেবে বিনাবাক্যে তা মেনে নিবে- এটি জুলুম। আমি সেই জুলুম তাদের সাথে করছি না তো!
একটি পরিবারে অনেকজন নারী থাকে। আমি হয়ত সেই পরিবারের গৃহকর্ত্রী। এখন আমি কী আচরণ করছি তাদের সাথে! নিজেকে সবার উপরে কর্তৃত্ববান মনে করে তাদের সাথে দুর্ব্যবহার করছি না তো! যে একটু কর্মে অপটু, বুঝবুদ্ধি কম তাকে সর্বদা তাচ্ছিল্যের চোখে দেখছি না তো! সবার সামনে তার বিভিন্ন অপটুতা এবং বুঝবুদ্ধির কমতির কথা বলে তাকে লজ্জিত করছি না তো!
Leave a Reply