কাপড় পরিধানের দুআ

পোশাক আল্লাহ তাআলার অনেক বড় একাটি নিআমত।
তোমার সুন্দর সুন্দর পোশাক আছে। সেই পোশাক পরে যখন তুমি বাইরে যাও তোমাকে অনেক সুন্দর লাগে। কিন্তু তোমার মত অনেক মানুষ আছে, অনেক শিশু আছে, যারা খালি গায়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়; ওদের তোমার মত সুন্দর সুন্দর পোশাক নেই; কারো কারো তো গায়ে দেয়ার পোশাকই নেই; ঘুরে বেড়ায় খালি গায়ে।
আল্লাহ তাআলা তেমাকে সুন্দর পোশাক দিয়েছেন। এটা আল্লাহ্র বড় নিআমত। এ নিআমতের শুকরিয়া আদায় করা একান্ত কর্তব্য। এই শুকরিয়া আদায়ের জন্য আমাদের নবীজী একটি দুআ শিখিয়েছেন। কাপড় পরিধানের সময় এই দুআ পড়া সুন্নাত-
الْحَمْدُ لِلهِ الّذِيْ كَسَانِيْ هذَا الثّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ، وَلَا قُوّةٍ.
অর্থ : সকল প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটি দান করেছেন। -সুনানে আবু দাউদ, হাদীস ৪০২৩
Leave a Reply