অযুর দুয়া সমূহ

ওযুর শুরুতে দুআ
সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হল সালাত আদায় করা। সালাত আদায়ের জন্য তোমাকে অবশ্যই ওযু করতে হবে। তেমনি নামাযের পরে তুমি কুরআন তিলাওয়াত করবে, সেজন্যও ওযুর প্রয়োজন। এখন তুমি নামাযে যাওয়া ও কুরআন তিলাওয়াতের জন্য সুন্দর করে ওযু করবে, পবিত্র হবে।
আর কতই না সুন্দর হবে, যদি আমরা সকল কাজ আল্লাহ্র নামে শুরু করি! তাই ওযুও আমরা আল্লাহ্র নাম নিয়ে শুরু করব। তাতে একটি সুন্নত আদায় হবে, সাথে সাথে আল্লাহ তাআলার যিকিরও হয়ে যাবে। তাই বন্ধু ওযুর শুরুতে বল- بِسْمِ الله
অর্থ : ‘আল্লাহ তাআলার নামে শুরু করছি’
ওযুর শেষে দুআ
ওযু শেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুআ পড়তেন। দুআটা একেবারেই সহজ। এর সওয়াবও অনেক বেশি।
ওযু শেষ করে যে এই দুআ পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। ইচ্ছা অনুযায়ী সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
তুমি তো জান্নাতে যেতে চাও, তাই না? জান্নাতে যেতে হলে এই দুআ পড়ার ব্যপারেও তোমাকে খুব যত্নবান হতে হবে। দুআটি হচ্ছে-
أَشْهَدُ أَنْ لا إِلهَ إِلاّ اللهُ وَحْدَه لاَ شَرِيْكَ لَهُ، وَأَشْهَدُ أَنّ مُحَمّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللّهُمّ اجْعَلْنِي مِنَ التّوّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মা‘বুদ নেই, তিনি একক সত্তা, তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।
হে আল্লাহ! তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। -জামে তিরমিযী, হাদীস ৫৫
Leave a Reply