আমলে রাসুল সা

আমলে রাসুল সা

কোনো কিছু খাওয়ার পর দাঁতের ফাঁকে বা মুখের বিভিন্ন কোণে খাবারের অংশবিশেষ রয়ে যায়। তেমনি দুধ বা এজাতীয় তরল খাবার পান করার পরও এর তৈলাক্ত অংশ মুখে লেগে থাকে। তাই পানাহারের পর কুলি করা চাই।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের পর কুলি করতেন। ইবনে আব্বাস রা. বলেন-

أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ، وَقَالَ: إِنّ لَهُ دَسَمًا.

একবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। এরপর কুলি করলেন এবং বললেন, এতে চর্বি রয়েছে। -সহীহ বুখারী, হাদীস ৫৬০৯

রাতে ঘুমাতে যাওয়ার আগেও মুখ ভালো করে পরিষ্কার করা উচিত, যাতে মুখে রয়ে যাওয়া খাবার-কণা দাঁতের ক্ষতি করতে না পারে। সবচেয়ে ভালো, শোয়ার আগে মিসওয়াক করা। আর শোয়ার আগে মিসওয়াক করা তো সুন্নত।

তেমনিভাবে নামাযের আগ মুহূর্তে কিছু খেলে কুলি করা উচিত। একবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু খেলেন। এরপর কুলি করলেন, তারপর নামায পড়লেন। -সহীহ বুখারী, হাদীস ৫৩৯০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *