আত্মবিসর্জনের এক বিস্ময়কর কাহিনী

ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পানির সংকট ছিল।
যুদ্ধে আহতদের অনেকে পানির জন্য কাতরাচ্ছিলেন। যখন অল্প কিছু পানি ইকরিমা রা.-এর সামনে উপস্থিত করা হল, তিনি বললেন,
অমুক ভাইকে দাও, আমার চেয়ে তার পানির বেশি প্রয়োজন। অথচ তখন তিনি মারাত্মক আহত ছিলেন। তাঁর পানির খুবই প্রয়োজন ছিল। যখন তার ইশারাকৃত ব্যক্তির নিকট পানি আনা হল, তিনিও আরেকজনের দিকে ইশারা করে বললেন, তার পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও।
এভাবে সর্বশেষ ব্যক্তির কাছে পানি এনে দেখা গেল তিনি শহীদ হয়ে গেছেন। পূর্বের ব্যক্তির কাছে ফিরে এসে দেখা গেল তিনিও শহীদ হয়ে গেছেন। হযরত ইকরিমা রা. এর কাছে এসেও একই দৃশ্য পরিলক্ষিত হল। এভাবে পানি পান করা ছাড়াই সবাই শাহাদাত বরণ করলেন। রাযিআল্লাহু আনহুম ওয়া আরযাহুম।
-তবাকাতে ইবনে সা‘দ, ৮/৫২০; তাফসীরে ইবনে কাছির, ৪/৩৫৭; আলবিদায়া ওয়ান নিহায়া ৭/১২
এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য-ধন্য সাহাবীগণের আদর্শ ও কর্মপন্থা। তাঁরা সকলেই এই মহান নববী আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তাঁরাই আমাদের জীবনের আদর্শ পুরুষ। আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পথ অবলম্বন করার তাওফীক দান করুন। নবী ও তাঁর ছাহাবীদের পথ। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَ السّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِیْنَ وَ الْاَنْصَارِ وَ الَّذِیْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ رَّضِیَ اللهُ عَنْهُمْ وَ رَضُوْا عَنْهُ وَ اَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ .
ঈমানে প্রথমে অগ্রগামী তথা মুহাজির ও আনসারগণ এবং যারা নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণ করেছে। আল্লাহ পাক তাঁদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন, যার তলদেশে নহর বহমান। সেখানে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। -সূরা তাওবা (৯) : ১০০
Leave a Reply