নবীজির শিক্ষা

একবার গ্রামাঞ্চল থেকে এক কাফেলা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা গ্রামের মানুষ। আমাদের কাজে লাগবে এমন কিছু আপনি আমাদেরকে শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও একই উপদেশ দিলেন-
لَا تَحْقِرَنّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ الْمُسْتَسْقِي، وَلَوْ أَنْ تُكَلِّمَ أَخَاكَ وَوَجْهُكَ إِلَيْهِ مُنْبَسِطٌ.
ভালো কোনো কাজকেই তুচ্ছ মনে করবে না। এমনকি কেউ যদি একটু পানি চায় তাহলে তোমার (পানি ভর্তি) বালতি থেকে তার পাত্রে একটু পানি ঢেলে দেওয়া, তোমার ভাইয়ের সঙ্গে প্রসন্ন মুখে কথা বলা- এগুলোকেও নয়।
এরপর তাদেরকে দুটি কাজ করতে নিষেধ করেছেন-
وَإِيّاكَ وَتَسْبِيلَ الْإِزَارِ، فَإِنّهُ مِنَ الْخُيَلَاءِ، وَالْخُيَلَاءُ لَا يُحِبّهَا اللهُ وَإِنْ امْرُؤٌ سَبّكَ بِمَا يَعْلَمُ فِيكَ، فَلَا تَسُبّهُ بِمَا تَعْلَمُ فِيهِ، فَإِنّ أَجْرَهُ لَكَ، وَوَبَالَهُ عَلَى مَنْ قَالَهُ.
টাখনুর নিচে লুঙ্গি ঝুলিয়ে পরা থেকে বিরত থেকো। এটা অহংকার আর আল্লাহ অহংকার পছন্দ করেন না। আর কেউ যদি তোমার কোনো বিষয় জেনে তোমাকে গালি দেয়, তবুও তার কোনো বিষয় তোমার জানা থাকলেও তুমি তাকে গালি দেবে না। এতে পুরস্কৃত হবে তুমি আর অনিষ্ট সব আরোপিত হবে গালিদাতার ওপর। -মুসনাদে আহমাদ, হাদীস ২০৬৩৩
Leave a Reply