আপনি মেজবান?

মেহমানের থাকার কামরা, ঘুমানোর স্থান, বিশ্রামের স্থান পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখব।
তার প্রয়োজনীয় বিষয়গুলো যেমন, কিবলা কোন্ দিকে দেখিয়ে দিব, হাম্মাম, ওযূ করার স্থান দেখিয়ে দিব। যাতে তার অহেতুক পেরেশানি না হয়।
নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার হাতের কাছে রাখব। যাতে প্রয়োজনের সময় তার কষ্ট না হয়। হাম্মাম, গোসলখানা, ওযুখানা পরিষ্কার করে রাখব। হাম্মাম থেকে অসুন্দর, অপ্রয়োজনীয় এবং পর্দার যোগ্য বস্তুসমূহ সরিয়ে রাখব। যাতে তার নযর সেদিকে না পড়ে এবং আমিও পরে লজ্জায় পতিত না হই।
তার হাত মোছা বা গোসলের জন্য নতুন বা পরিষ্কার তোয়ালে বা গামছা দিব। যা ঘরে ব্যবহার হয় বা বাচ্চারা ব্যবহার করে এমন অপরিষ্কার গামছা বা তোয়ালে দেওয়া উচিত নয়।
ঘুমের কিংবা বিশ্রামের সময় তার আরামের প্রতি খেয়াল রাখব। সেসময় তার আশপাশ থেকে বাচ্চাদেরকে সরিয়ে রাখব। নিজেরাও এমন কোনো কাজ করব না, যার আওয়াজে তার কষ্ট হয়।
পুরুষ মেহমানের কামরা এবং তার দৃষ্টিসীমা থেকে মহিলাদের সকল কিছু সরিয়ে রাখব। গলার আওয়াজ তার কানে পৌঁছতে দিব না।
আস্তে এবং সাবধানতার সাথে কাজ করব। প্লেট, বাটি, চামচের আওয়াজ, বিভিন্ন কাজকর্মের আওয়াজ যেন তার কানে না যায় সেদিকে খেয়াল রাখব।
মেহমানের প্রতিটা খেদমতে স্বতঃস্ফর্ত এবং রুচিশীলতার পরিচয় দিব। মহিলা বা মাহরাম মেহমান এলে যথাসম্ভব নিজেকে পরিপাটি করে রাখব।
Leave a Reply