আমানত অর্থ কি?

‘আমানত’ শুধুমাত্র কারো রাখা বস্তুর দেখাশোনার নাম নয়। ইসলামী শরীয়তে আমানতের অর্থ অনেক ব্যাপক। প্রতিটি ব্যক্তির কাছে একই সময়ে অনেক আমানত থাকে।
১. মানুষকে আল্লাহ তাআলা ভালো ও মন্দ কাজের যে শক্তি দিয়েছেন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত।
২. বিবাহিত হলে তার স্ত্রী সন্তান তার কাছে আমানত।
৩. মজলিস আমানত।
৪. অঙ্গিকার ও জিম্মাদারী আমানত।
৫. কেউ তার গোপন কোন বিষয় জানালে, যার কাছে জানালো সেটি তার কাছে আমানত।
৬. কেউ ভালো পরামর্শ চাইলে, তাকে উত্তম পরামর্শ দেয়া একটি আমানত।
৭. হুকুমত বা ইসলামী শাসনব্যবস্থা।
এটি প্রতিটি আমানত যথার্থভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে রক্ষা করতে হবে। নতুবা উক্ত ব্যক্তি আমানতের খিয়ানতকারী হিসেবে সাব্যস্ত হবে।
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا [٤:٥٨]
নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌছে দাও। [সূরা নিসা-৫৮]
Leave a Reply