জান্নাতের বাগানে অবস্থান

জান্নাতের বাগানে অবস্থান

কখনো কখনো রোগীর কাছে গেলে কিছুটা অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে হয়।

তবে বাহ্যিক বিবেচনায় পরিবেশ প্রীতিকর মনে না হলেও আসমানে এর মূল্যায়ন ভিন্নরকম।

শুনুন নববী যবানের ভাষ্য-

مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنّةِ، قِيلَ يَا رَسُولَ اللهِ وَمَا خُرْفَةُ الْجَنّةِ؟ قَالَ: جَنَاهَا.

যে ব্যক্তি কোনো রোগীর ইয়াদত (দেখতে গেলো/সেবা) করল সে (যেন) জান্নাতের বাগানে রইল। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! জান্নাতের বাগান বলতে…? বললেন, অর্থাৎ তার পাকা ফল। -সহীহ মুসলিম, হাদীস ২৫৬৮

অর্থাৎ বাগানের ফল সংগ্রহকারী ব্যক্তিকে যেভাবে ঐ ফল থেকেই তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়, ফলে তার পারিশ্রমিক আর বাদ পড়ার সুযোগ থাকে না, তেমনি অসুস্থ ব্যক্তির সেবাকারী এ ব্যক্তিও এভাবে সওয়ারেব অধিকারী হবে।
মানে এ ব্যক্তি এমন আমল করল, আল্লাহর কাছে কবুল হলে, তার এ আমলই তাকে জান্নাতে নিয়ে যাবে।

(দ্র. ফাতহুল বারী ১০/১১৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *