আল্লাহ তাআলার এক অসাধারণ সৃষ্টি ফল

আল্লাহ তাআলার এক অসাধারণ সৃষ্টি ফল

আল্লাহ তাআলার এক অসাধারণ সৃষ্টি ফল।

কত রকম স্বাদ, গন্ধ আর গড়নের ফল যে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন তার হিসাব মেলানো অসম্ভব। কী অসাধারণ ও সুদৃশ্য মোড়কে অতি যত্ন ও আন্তরিকতার সাথে তিনি এসব ফল দান করেছেন ভাবলে অবাক লাগে। এর দ্বারা মানুষের প্রতি মহান রবের সীমাহীন মমতা ও দয়া অনুভব করা যায়।

বান্দার জন্য তাঁর অজস্র প্রকরণ ও ধরনের ফলের যোগান প্রমাণ করে কতো উদার সেই মহান আল্লাহ। কী অসীম মমতা তাঁর এই অনুভ‚তিশূন্য বান্দার প্রতি!

এমন যে মহাদয়াময় মালিক তাঁকে কি কখনো ভুলে থাকা যায়? তাঁর আদেশ-নিষেধ অমান্য করা এই বান্দার জন্য শোভা পায়!

কী অদ্ভুত আচরণ আমাদের! আমাদের হৃদয়হীনতার কি কোনো তুলনা আছে?

দুনিয়াতে কেউ যদি কারো কোনো বড় ধরনের উপকার করে থাকে তাহলে সে (যদি বিবেকবান ও সভ্য হয়) ওই ব্যক্তির চাকর বনে যায়। শ্রদ্ধা বা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা সে খুঁজে পায় না। সর্বত্র সে এ উপকারের কথা বলে প্রশান্তি পায়।

কিন্তু আফসোস! মহাপ্রভু আল্লাহ তাআলার সীমাহীন অনুগ্রহ আর অকৃপণ দান আমরা সর্বক্ষণ ভোগ করে চলেছি; কিন্তু তাঁর স্মরণ ও কৃতজ্ঞতা আদায়ে আমরা কতটুকু তৎপর?

আমাদের প্রতি তাঁর নিআমতের কোন্টি অস্বীকার করার দুঃসাহস আমাদের রয়েছে?

তাইতো মহান আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাকে দেওয়া অফুরন্ত নিআমতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন; কেবল সূরা আররহমানেই তিনি ৩১ বার বান্দার প্রতি প্রশ্ন রেখেছেন

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ.

(হে জিন ও মানব!) তোমরা তোমাদের রবের কোন্ কোন্ নিআমতকে অস্বীকার করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *