এক গ্লাস ঠাণ্ডা পানি

এক গ্লাস ঠাণ্ডা পানি

বাদশাহ হারুনুর রশীদ একবার ভীষণ পিপাসার্ত অবস্থায় পানি পান করতে চাইলেন।

তখন তার সামনে ইবনুস সাম্মাক (প্রসিদ্ধ বুযুর্গ) উপস্থিত ছিলেন। তিতি অত্যন্ত বিচক্ষণ, জ্ঞানী ও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তাঁর সাথে বাদশাহর ভালো সম্পর্ক ছিল।

বাদশাহ পানি পান করতে চাইলে সে বলে উঠলেন হে আমীরুল মুমিনীন! আপনাকে যদি এই পানি না দেওয়া হয় এবং আপনাকে তা কিনতে হয় তাহলে আপনি কত দিয়ে এই (এক গ্লাস) পানি ক্রয় করবেন? বাদশা উত্তরে বললেন আমার রাজত্বের বিনিময়ে।


ইবনুস সাম্মাক আবার প্রশ্ন করলেন যদি এ পানি বের হওয়ার পথে বাধা সৃষ্টি হয় (আর্থাৎ প্রস্রাব না হয়) তাহলে এর জন্য আপনি কত ব্যয় করবেন। এর উত্তরেও হারুনুর রশীদ বললেন, আমার রাজত্বের বিনিময়ে হলেও আমি তা বের করার ব্যবস্থা করব।

তখন ইবনুস সাম্মাক বললেন, যে রাজত্বের মূল্য সামান্য এক গ্লাস পানি তা নিয়ে দ্বন্দ্ব-প্রতিযোগিতায় লিপ্ত হওয়া কি সাজে?
অর্থাৎ আপনার রাজত্বের মূল্য আল্লাহর অগণিত নিআমতসমূহের মধ্য হতে সামান্য এক গ্লাস পানির কাছে কিছুই না।

সামান্য এক গ্লাস ঠাণ্ডা পানির কথা ভাবলেই অনুভব করা যায় এটা কত বড় নিআমত।

(দ্র. শাজারাতুয যাহাব ২/৪৩৪, হারুনুর রশীদ রাহ.-এর জীবনী দ্রষ্টব্য) আল্লাহ তাআলা ইরশাদ করেন

اَفَرَءَیْتُمُ الْمَآءَ الَّذِیْ تَشْرَبُوْنَ، ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ، لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْ لَا تَشْكُرُوْنَ.

তোমরা যে পানি পান কর তা সম্পর্কে কি চিন্তা করেছ? তা কি মেঘ হতে তোমরা নামিয়ে আন, না আমি তা বর্ষণ করি। আমি চাইলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না। সূরা ওয়াকিয়া (৫৬) : ৬৮-৭০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *