স্বর্ণ-রুপার পাত্রে পানাহার

আমরা দুনিয়াতে কেমন পাত্রে পানাহার করি?
কাঁচের অথবা মেলামাইন, স্টিল ইত্যাদির তৈরি পাত্রে। বলতে পারো- আল্লাহ জান্নাতে আমাদেরকে কেমন পাত্রে আপ্যায়ন করবেন? হাঁ, কুরআন-হাদীসের মাধ্যমে আমরা তা জানতে পেরেছি। সূরা যুখরুফে আল্লাহ তাআলা বলেছেন-
یُطَافُ عَلَیْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّ اَكْوَابٍ.
(জান্নাতে) তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্রে। -সূরা যুখরুফ (৪৩) : ৭১
সূরা দাহর-এ আল্লাহ তাআলা বলেছেন-
وَ یُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّ اَكْوَابٍ كَانَتْ قَؔوَارِیْرَا.
(জান্নাতে) তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রুপার পাত্রে এবং স্ফটিকের মত স্বচ্ছ পানপাত্রে। -সূরা দাহ্র (৭৬) : ১৫
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন- কোনো জান্নাত হবে রুপার এবং সেখানের আসবাব-পত্র সবকিছুই হবে রুপার। আবার কোনো জান্নাত হবে স্বর্ণের এবং সেখানের সবকিছু হবে স্বর্ণের। (দ্র. সহীহ বুখারী, হাদীস ৪৮৭৮; সহীহ মুসলিম, হাদীস ১৮০)
এখন আমরা কীভাবে সে জান্নাত লাভ করতে পারব এবং স্বর্ণ-রুপার পাত্রে পানাহার করতে পারব?
হাঁ, আখেরাতে স্বর্ণ-রুপার পাত্রে পানাহার করতে চাইলে দুনিয়াতে আমাদের তা থেকে বেঁচে থাকতে হবে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়াতে স্বর্ণ-রুপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। নবীজীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রা. বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন-
لاَ تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وَلاَ تَأْكُلُوا فِي صِحَافِهَا، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا وَلَنَا فِي الآخِرَةِ.
তোমরা স্বর্ণ-রুপার পাত্রে পানাহার কোরো না; কারণ, এগুলো দুনিয়াতে তাদের (কাফেরদের) জন্য এবং আখেরাতে আমাদের জন্য। -সহীহ বুখারী, হাদীস ৫৪২৬
আল্লাহর রাসূলের সাহাবীগণও স্বর্ণ-রুপার পাত্রে পানাহার করতেন না। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, উপরোক্ত হাদীসের বর্ণনাকারী হুযায়ফা রা.-এর কাহিনী শোনো :
একবার তিনি পানি পান করতে চাইলেন। এক ব্যক্তি একটি রুপার পাত্রে তাঁকে পান করতে দিল। এ দেখে তিনি খুব রেগে গেলেন। ঐ পাত্রটি ছুড়ে ফেললেন।
তিনি কেন এমনটি করলেন? রুপার পাত্রটি একেবারে ছুড়েই মারলেন। তাতে পান করা থেকে বিরত থাকলেই তো হত বা মুখে বললেই তো হত- এতে পানাহার করা হারাম; নবীজী আমাদের তা থেকে নিষেধ করেছেন। কিন্তু কেন তিনি এমনটি করলেন?
হাঁ, তিনি নিজেই এর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আমি তাকে কয়েকবার নিষেধ করেছি- স্বর্ণ-রুপার পাত্রে পানি বা খাবার না দিতে। তারপরও সে এ কাজ করেছে। এজন্য আমি পাত্রটি ছুড়ে ফেলে দিলাম। এরপর বললেন-
إِنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ نَهَى عَنِ الشّرْبِ فِي آنِيَةِ الفِضّةِ وَالذّهَبِ،… وَقَالَ: هِيَ لَهُمْ فِي الدّنْيَا وَلَكُمْ فِي الآخِرَةِ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ-রুপার পাত্রে পান করতে নিষেধ করেছেন।… তিনি বলেছেন, এগুলো দুনিয়াতে তাদের (কাফেরদের) জন্য এবং আখেরাতে তোমাদের জন্য। (দ্র. জামে তিরমিযী, হাদীস ১৮৭৮; সহীহ বুখারী, হাদীস ৫৪২৬)
Leave a Reply